শাহ মো. নুরুল আলম,লাকসাম :–
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, সংলাপের মাধ্যমে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধভাবে হত্যা, গুম নির্যাতন ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল শনিবার লাকসামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি অঙ্গসংগঠন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি কর্নেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম বলেন, বিএনপি বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় বহুবার ছিল কিন্তু বর্তমান ফ্যাসীবাদী সরকার এ দলটিকে মিছিল সমাবেশ করতে দিচ্ছে না। দলীয় নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় না জড়িয়ে পুলিশ বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানান। সরকারের প্রতি ইংগিত করে তিনি বলেন এ দেশের জনগণ অবরুদ্ধ বেগম খালেদা জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করে জাতীয়তাবাদী শক্তিকে অচিরেই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। তবে সে দিন আর বেশি দূরে নয়।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ বনিক, লাকসাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ডা. মো. নুর উল্যাহ রায়হান, পৌর বিএনপির সাধারন সম্পাদক এস.এম তাজুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, উপজেলা প্রচার সম্পাদক ইয়াছিন আলী, বিএনপি নেতা ডা. রমেন্দ্র ভট্টাচার্য, নুরুল হক, আবু ছায়েদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম ফারুক, সাধারন সম্পাদক বিশ্বতম সাহা বিশু, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাহবুবুল হক মনু, কৃষক দলের উপজেলা মনিরুজ্জামান, পৌর সভাপতি আবদুল কাদের, সাধারন সম্পাদক আবুল কালাম, ছাত্রদলের সভাপতি ওমর ফারুক রাজু, সাধারন সম্পাদক আলী হায়দার মামুন, সিনিয়র সহ-সভাপতি হাসমত উল্যাহ আনন্দ, উপজেলা যুগ্ম সাধারন সম্পাদক আলী হোসেন, কলেজ ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হাসান রনি প্রমুখ। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।