শামসুজ্জামান ডলার :–
মতলব উত্তর উপজেলা প্রাণী সম্পদ অফিসের বাস্তবায়নে ও উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র (ইউ.এল.ডি.সি) স্থাপন প্রকল্পের (৩য় পর্যায়) সহযোগীতায় চারতলা ফাউন্ডেশন ভবনের দ্বিতল ভবন গতকাল শুক্রবার বিকেলে উদ্বোধন করেন শুক্রবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাহাবউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। জেলা ভেটেরিনারি সার্জন সাইফুল ইসলাম, সাইন্টিফিক অফিসার ডা. এনিরুজ্জামান, মতলব উত্তর উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. খালিদ ইবনে আবু নাইম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আশ্রাফুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, প্রমুখ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. গিয়াস উদ্দিন ইবনে রহমান (কাজল) জানান, উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র চালু হওয়ার ফলে বিভিন্ন সুবিদা হয়েছে। যেমন, উন্নত পরিবেশ, গবাদি প্রাণীর, দুধ, মাংশ, ডিম এর উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা, কর্মকর্তা দিন রাত কর্মস্থলে অবস্থান করা, জনগনের সার্বক্ষনিক সেবা প্রাপ্তি নিশ্চিত করা, আত্মকর্মস্থানের সুযোগ বারবে, সার্বিকভাবে দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে।
উল্লেখ্য উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র (ইউ.এল.ডি.সি) স্থাপনের নির্মাণ ব্যয় ৯১.০৯ লক্ষ টাকা, ঠিকদার মেসার্স কারিগরি ইজ্ঞিনিয়রিং এন্ড বিল্ডার্স। কাজ শুরু ২২ ডিসেম্বর ২০১৩ইং এবং শেষ হয় ২২ অক্টোবর ২০১৪ইং। ভবনের আয়তন ১৮৭২ বর্গফুট।