কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লার চান্দিনায় মাসুদ (১০) নামে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গল্লাই ইউনিয়নের জরুন্ডা গ্রামের একটি মাঠ থেকে মৃতদেহটি পাওয়া যায়। মাসুদ একই ইউনিয়নের কংগাই গ্রামের মিজান মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে জরুন্ডা মসজিদ সংলগ্ন এলাকায় মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসে মাসুদ। মাহফিল শেষে গভীর রাত অবধি মাসুদ বাড়ি না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সকাল হলেও মাসুদ বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। দুপুরে স্থানীয় এক কৃষক মাহফিল অনুষ্ঠিত স্থান থেকে প্রায় ৬/৭শ গজ দুরে মাঠের একটি কুমড়া ক্ষেতে একটি শিশুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা মৃতদেহটি মাসুদের বলে সনাক্ত করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম মহিউদ্দিন এ প্রতিবেদককে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও গলায় লুঙ্গি পেঁচানো ছিল। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।