স্টাফ রিপোর্টারঃ–
দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের সাথে বুধবার বিকালে নির্বাহী অফিস সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম মতবিনিময় করেন।
ওই সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাউদ হোসেন চৌধুরী, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, মাই টিভি’র জেলা প্রতিনিধি সাইফুদ্দিন রনী, দৈনিক যুগান্তর ও দৈনিক রূপসীবাংলা’র দেবিদ্বার প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, দৈনিক নয়াদিগন্ত’র দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম সাগর, দৈনিক যায়যায়দিন ও দৈনিক পূর্বাশা’র দেবিদ্বার প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন দুলাল, দৈনিক আমাদের কুমিল্লা’র প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, মাই টিভি’র দেবিদ্বার প্রতিনিধি এনামুল হক, দৈনিক রূপসীবাংলা’র বিশেষ প্রতিনিধি এসএম মাসুদ রানা, দৈনিক বাংলার আলোরন’র প্রতিনিধি মমিনুর রহমান বুলবুল, দৈনিক মানবকন্ঠ’র প্রতিনিধি মোঃ মামুনুর রশিদ, মোহনা টিভি’র প্রতিনিধি এসএম তোফায়েল আহম্মেদ জালাল, দৈনিক মানবজমিন’র প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রাজু, দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক একেএম ফজলুল আমিন খান রাসেল, দৈনিক গনজাগরন’র প্রতিনিধি একেএম মিজানুর রহমান কাউছার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র শাহজাহান সরকার প্রমুখ।