মো.জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ঘিলাতলা নিবাসী উপমহাদেশের প্রখ্যাত আলীয়ে কামেল বাহ্রূল উলূম সৈয়দ হাছান আলী (রাহঃ) এর বাৎসরিক সূফী সম্মেলন ও মাহফিলে ইছালে ছাওয়াব মঙ্গলবার দিবাগত রাতে উত্তর গ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিলসিলায়ে ফায়েজে রাব্বানীয়া দরবার শরীফ পীর মঞ্জিল এর পীর সাহেব কেবলা মাওলানা আক্কাছ আলী নূরী (মাঃ জিঃ আঃ)। অনুষ্ঠিত সূফী সম্মেলন ও মাহফিলে ইছালে ছাওয়াবে ওয়াজ করেন ছৈয়দ এনায়েত উল্লাহ আব্বাছী, আলহাজ্ব মাওলানা মুফতী ওসমান গনী ছালেহী, চ্যানেল আই, এছাড়া দেশ বরেণ্য ওলামায়ে কেরাম সূফী তত্ত্ববীদ ও পীর মাশায়েখগন মূল্যমান তা’লিম তরবিয়া’ত ওয়াজ নছিহত করেন। এসময় বুড়িচং থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন হোমল্যান্ড শপিং কমপ্লেক্সের কর্তৃপক্ষ। আখেরী মোনাজাত পরিচালনা করেন অত্র দরবার শরীফের পীর সাহেব মাওঃ মুফতি ছৈয়দ আবু বক্কর ছিদ্দিকী আল হাছানী (মাঃ জিঃ আঃ), আখেরী মোনাজাতের পর ফজর নামাজ শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।