মো.জাকির হোসেন :–
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা-মনিপুর স্কুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি পেট্টোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে বাস পোড়ানো মামলার এজহার ভূক্ত আসামী এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে বুড়িচং থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল হুদা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা-মনিপুর স্কুলের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি পেট্টোল বোমা উদ্ধার করে। পরে থানায় নিয়ে বোমা গুলো নিষ্ক্রিয় করা হয়। ধারণা করা হচ্ছে, মহাসড়কে নাশকতা কর্মকান্ড ঘটানোর জন্য বোমাগুলো দুবৃর্ত্তরা রেখেছিল। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে রোববার রাতে কুমিল্লা ডিবি পুলিশ বুড়িচং উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে বাস পোড়ানো মামলার এজহার ভূক্ত আসামী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজকে আটক করেছে। সে বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের আবদুল আজিজের পুত্র।