চাঁদপুর প্রতিনিধি :–
জেলায় নাশকতার আশংকায় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
চাঁদপুর সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলায় শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার টিপু সরকার (২৫), বিল্লাল (৫৫), জামাল (৪৫), ইউসুফ খলিফা (৫৫), হাজীগঞ্জ উপজেলার মনা পাটওয়ারী (৪০), আতিক মালিক (৩৫), ইসমাইল মোল্লা (৩৫), শাহরাস্তি উপজেলায় স্বপন মিয়া (২৮), কচুয়া উপজেলায় আউয়াল খান (৫০) ও শাহ আলম (২৮)।
জেলা পুলিশ সুপার আমির জাফর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।