চাঁদপুর প্রতিনিধি :–
চাঁদপুরের হাজীগঞ্জে বুধবার ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার পর দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন— বাকিলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তাহের (৫৫) ও বাকিলা বাজারের দোকানী আবদুল হানিফ (২৮)।
অটোরিকশার যাত্রী দুরন্ত আরিফ জানান, দুই যুবক ভোর সাড়ে ৫টায় বাকিলা ইউনিয়ন কার্যালয়ের সামনে চাঁদপুরগামী অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। তারা সড়কের পাশের স’মিল থেকে গাছের গুঁড়ি এনে সড়ক অবরোধ করে রাখে। পরে দুই যুবক অটোরিকশাটি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনায় দুপুরে থানায় মামলা হয়েছে। এ মামলায় বিকেল ৪টার দিকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।