কুমিল্লা প্রতিনিধি :–
মনোহরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় শনিবার রাতে অবিস্ফোরিত ২০টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার জানান, মনোহরগঞ্জ-পোমগাঁও সড়কের উপজেলা সদরের ঝলম গ্রামে শনিবার রাতে একটি পলিথিন ব্যাগের ভিতরে বোমাগুলো দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পেট্রোলবোমা মেরে নাশকতা করার জন্য এ বোমাগুলো তৈরি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।