নিজস্ব প্রতিনিধি :–
শনিবার সকাল সাড়ে এগারোটায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহামড়কে দেশে পেট্রল বোমা মেওে মানুষ হত্যার প্রতিবাদে বিশাল এক মানব বন্ধন অনুষ্ঠিত। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামীম হোসেন-এর নেতৃত্বে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকাবাসী দেশের বিভিন্ন স্থানে পেট্্রল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে এই মানব বন্ধনে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।
এসময় ডা. কাজী শামীম হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমরা এই মানববন্ধনের মধ্যদিয়ে এই পেট্্রল বোমা মেওে মানুষ হত্যার তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। যারা এই বর্বর ও নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা মানুষ নয়। মানুষজনকে যারা পুড়িয়ে মারছে তারা কি করে মানুষ হয়। তারা মানবতাবিরাধী, দেশ ও জাতির শত্রু’। তিনি সরকারের প্রতি জোর দাবি জানান, অবিলম্বে যেন এসব পেট্্রল বোমাবাজ ও নাশকতাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।