মোঃ আক্তার হোসেন :–
দেবিদ্বারে নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক চেয়ারম্যান মোঃ খোরশেদ আলমের জামিন নামঞ্জুর করেছে কুমিল্লার আদালত। বুধবার দুপুরে কুমিল্লার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তার জামিন নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলমকে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ গত রোববার রাতে আটক করেন। বুধবার দুপুরে আটক ওই চেয়ারম্যানের জামিন চেয়ে তার পক্ষে এডভোকেট সৈয়দ আব্দুল্লাহ পিন্টু আদালতে আবেদন করেন। এ সময় জামিনের বিরোধীতা করেন এডভোকেট প্রদীপ কুমার দত্ত ও স্বর্ন কমল নন্দী পলাশ’র নেতৃত্বে প্রায় ৫০জন আইজীবী। কুমিল্লার ১নং সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সফিকুল ইসলাম দু’পক্ষে সুনানী ও মামলার এজহার এবং অভিযুক্ত আসামীর ২২ ধারা জবান বন্ধী পর্যালোচনা করে জামিন নামঞ্জুর করেন।
কুমিল্লাওয়েব.কম’র প্রকাশিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।