কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলায় সাতজনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজামান বাদী হয়ে নাশকতা ও হত্যার অভিযোগ এনে এ মামলা দু’টি দায়ের করেন।
দুই মামলায় বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখসহ আরো ৭১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকেও আসামি করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) মঞ্জুরুল আলম সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রল বোমায় দগ্ধ হয়ে আইকন পরিবহনের একটি বাসের সাত যাত্রী নিহত এবং ২৭ যাত্রী মারাত্মক ভাবে দগ্ধ ও আহত হন।