প্রিমিয়ার বিভাগ দাবা লীগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর দাবা দলকে নৌ প্রধানের সংবর্ধনা

ঢাকা :–

প্রিমিয়ার বিভাগ দাবা লীগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর দাবা দলকে আজ রোববার নৌ সদরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি, পিএসসি নৌবাহিনীর দাবা দলের অনন্য সাফল্যের ¯¦ীকৃতি ¯¦রূপ এ সংবর্ধনা প্রদান করেন।

গত ১২ হতে ২০ নভেম্বর ২০১৪ তারিখ পর্যন্ত ৯দিনব্যাপী অনুষ্ঠিত প্রিমিয়ার বিভাগ দাবা লীগে নৌবাহিনীর দাবা দল প্রথমবারের মতো পূর্ণ ১৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় নৌবাহিনীর দাবা দলের খেলোয়াড়রা ব্যক্তিগত ইভেন্টে মোট ৪টি স্বর্ণপদক ও ১টি রৌপ্য পদক লাভ করে। নৌ সদর দপ্তরে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন (এলমিউজ), ফিদে মাস্টার শেখ নাসির আহমদ (সিপিও মিউজ), ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম (পিও মিউজ), নৌবাহিনী দাবা দলের প্রধান উপদেষ্টা মোঃ মুশফিকুর রহমান মোহন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর দাবা দলের অনন্য এ ক্রীড়া নৈপূণ্যের জন্য নৌ প্রধান অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে নিষ্ঠা, পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জন করার ব্যাপারে তিনি সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সচিবসহ নৌ সদরের উর্ধ¦তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply