স্টাফ রিপোর্টারঃ–
কুমিল্লার দেবিদ্বারে রোববার সকালে হাছিনা আক্তারকে আহবায়ক ও পারভীন জসিমকে সদস্য সচিব করে পৌর মহিলা আ’লীগের ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা মহিলা আ’লীগের নেত্রী নাজমা মোর্শেদ’র সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগের সভাপতি শিরিন সুলতানা। ওই সময় তিনি হাছিনা আক্তারকে আহবায়ক, যুগ্ম-আহবায়ক হিসেবে বিউটি শহিদ, মোরশেদা বেগম, মিনাআরা বেগম ও পারভীন জসিমকে সদস্য সচিব এবং মাসুদা ইয়াসমিনকে যুগ্ম-সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা আ’লীগের সভাপতি শাহিনা আক্তার মায়া, দেবিদ্বার উপজেলা আ’লীগের নেত্রী সামসুর নাহার, মেজবাহ হক, পারভীন আক্তার, জেসমীন আরা মিনু, নাজরীন আক্তার, হাছনা হেনা, হোসনেয়ারা বেগম প্রমুখ।