শামসুজ্জামান ডলার :–
মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাকেন- উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ।
সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আবদুল ওয়াহিদ মোঃ সালেহ, শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন, আবদুস সালাম, মাহফুজ মিয়া, মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহমেদ আল কামাল, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, মাহমুদা আক্তার লাভলী প্রমূখ। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন- প্রধান শিক্ষক আবুল খায়ের মোঃৎ বাহাউদ্দিন, গীতা পাঠ করেন- প্রধান শিক্ষক লিপিকা রাণী দাশ।
আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।