সাধন সাহা জয়: নবীনগর প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতগাঁও স্কুলের নবম শ্রেনীর ছাত্র মো. আলমগীর তার বিরুদ্ধে ক্লাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করে।
পুলিশ জানায় ধর্মীয় ব্যাপারে আঘাত ও বিশেষ ক্ষমতা আইনে মামলা যার নং-৩৮।
স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে ফাঁসানো হয়েছে বলে একটি সুত্র জানায়।
প্রধান শিক্ষক ইয়াকুব আলী ভূইয়া তিনি চক্রান্তের শিকার উল্লেখ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করেছেন।
রবিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল কারাগারে প্রেরন করা হয়েছে।