কুমিল্লা প্রতিনিধি :–
রবিবার সকাল সাড়ে ১০টায় সদর দক্ষিণ উপজেলার কমলাপুর এলাকার ঈসা গার্ডেনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নূরুজ্জামান নামে আরও এক যাত্রী আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অমর চন্দ্র তথ্যটি নিশ্চিত করে তিনি জানান, সাড়ে ১০টার দিকে সদর দক্ষিণ উপজেলার মহাসড়কের কমলাপুর ঈসা গার্ডেনের ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের সঙ্গে (চট্ট মেট্রো-ট-১১-০৮৫৮) সুয়াগাজিমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে অশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।