আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে ব্যাবসায়ী ফারুক হত্যা মামলার মূল আসামী মোঃ শাহ জাহান ভূঁইয়া গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাতে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কালিরবাজার এলাকা থেকে মামলার বাদী নিহতের বড় ভাই মোঃ শাহ আলম স্থানীয় এলাকাবাসীদের নিয়ে তাকে আটক করে মতলব উত্তর থানা পুলিশের নিকট সোর্পদ করে। মতলব উত্তর থানার এসআই নুর মোহাম্মদ ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন। এদিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এ ব্যাপারে পুলিশ অবগত রয়েছে। উল্লেখ্য গত বছরের ৩ মে শনিবার বিকাল ৪ টায় উপজেলার মলয় বাজারে ব্যবসায়ী ফারুক আহমেদ (৩২) কে মোবাইল ফোনে ডেকে নিয়ে খুন করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ শাহ আলম বাদী হয়ে নামধারী ৬ জন এবং অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার মূল আসামীরা হলো মোঃ শাহ জাহান ভূঁইয়া, তার দুই ছেলে পলাশ ভূঁইয়া ,রাসেল ভূঁইয়া, মোঃ শরীফ, ফরহাদ ওরফে শংকর ও রবিউল ওরফে রবু ।
