মো. জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচংয়ের দেবপুর ফাঁড়ির পুলিশ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কংশনগর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ভারেল্লা ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় একটি সিএনজিতে তল্লাসী চালায়। এসময় ৫৫ পিচ ইয়াবাসহ মোঃ জামির হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামে, তার পিতার নাম আবুল কাশেম। গতকাল বৃহস্পতিবার সকালে দেবপুর ফাঁড়ির পুলিশ আটককৃত আসামীকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।