আলমগীর হোসেন,দাউদকান্দি :–
আজ বৃহস্পতিবার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০১৫ইং পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন আশা প্রকাশ করে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, উচ্চ শিক্ষার শিখরে পৌছতে যে শিক্ষা দেওয়া প্রয়োজন আমরা সে শিক্ষা প্রদানেই আন্তরিকভাবে পাঠদান করার চেষ্টা করেছি। ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, স্কুলের সাবেক প্রধান শিক্ষক ওবায়দুল হক সরকার, কো-অপ্ট সদস্য এ্যাড. লিল মিয়া, সেলিম সরকার, অভিভাবক সদস্য মোঃ রকিব উদ্দিন, সোহেল রানা, ফারুক আহমেদ রিপন, জহিরুল ইসলাম খন্দকার, সহকারী প্রধান শিক্ষক লেয়াকত আলী সহ ছাত্র-ছাত্রী বৃন্দ।