বেলাল হোসাইন:–
চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ভুলকরা গ্রামে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি মুদি দোকান। এতে দোকানে থাকা প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল এবং ফার্নিসার পুড়ে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ভূলকরা মাদরাসার পাশে অবস্থিত আবুল হাশেমের মুদি দোকানে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় দোকানে থাকা নগদ টাকা, টিভি ও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকারের ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। সাথে সাথেই সকল গ্রামবাসী অনেকক্ষন ধরে চেষ্টা করলে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রনে আসে কিন্তু ততক্ষনে ঐ দোকানের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক একই গ্রামের আবুল হাশেম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাজির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে’।