শামসুজ্জামান ডলার :–
মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে সাদুল্যাপুর থেকে সুজন দেবনাথ (২৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ২৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার সাদুল্যাপুর মানিক ফকিরের বাড়ির সামনে থেকে বিকেল ৩টার দিকে ২৫০গ্রাম গাঁজাসহ মুক্তিরকান্দি গ্রামের শুধাংশু দেবনাথের ছেলে সুজন দেবনাথকে আটক করে এসআই মোবারক হোসেনসহ সঙ্গীয় ফোর্স। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত সুজন দেবনাথের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিনে রয়েছে।