তোফাজ্জল হোসেন শাকিল, তিতাস প্রতিনিধি :–
লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা শিক্ষার্থীর মনোবিকাশকে প্রসারিত করে। জ্ঞান অর্জনের অপূর্ণতাকে পূরণ করে একজন আদর্শ শিক্ষার্থী হিসাবে গড়ে উঠে। তিতাসের বলরামপুর ইউনিয়ন পর্যায়ের আন্তঃ প্রাথমিক বিদ্যালয়সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের এমপি আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়া একথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষক ও শিক্ষিকাকে অবশ্যয় লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার চর্চা অব্যাহত রাখতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীর চরিত্র গঠনের দিকে নজর রাখতে হবে।
বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম সরদার, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কামাল হোসেন, উপজেলা ইউআরসি’র ইন্সট্রাক্টর মোঃ মশিউর ইসলাম, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তিতাসের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, গাজীপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী কবির হোসেন সেন্টু, কুমিল্লা (উত্তর) জেলা জাতীয় ছাত্র সমাজের নেতা রবিউল আউয়াল রবি, উপজেলা জাতীয়পার্টির নেতা মোঃ কবির হোসেন, মনির হোসেন মুন্সী, উলুকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, মঙ্গলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম খন্দকার, জগতপুর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান প্রমূখ।