তোফাজ্জল হোসেন শাকিল, তিতাস প্রতিনিধি :–
তিতাসের বাতাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বাতাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আঃ কুদ্দুস সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কামাল হোসেন, উপজেলা ইউআরসি’র ইন্সট্রাক্টর মোঃ মশিউর ইসলাম, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ লিয়াকত আলী, জিয়ারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, উলুকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, মঙ্গলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম খন্দকার, জগতপুর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান প্রমূখ।