দেবিদ্বার প্রতিনিধিঃ–
কুমিল্লার দেবিদ্বারে সরকারী খাল ভরাটের অপরাধে সোমবার সন্ধ্যায় মোঃ নাজিরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিন ইউনিয়নের উজানিকান্দি গ্রামের হেলাকাজী বাড়ির পূর্ব পার্শ্বের সরকারী খাল ভরাট কালে মোঃ নাজিরুল ইসলাম’কে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের নায়েব গোলাম মহিউদ্দিন বাঁধা প্রদান করেন। কিন্তু ওই যুবক সরকারি কর্মকর্তাদের বাঁধা উপেক্ষা করে জোরপূর্বক ভাবে সরকারী খাল ভরাট শুরু করেন। ওই সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দাউদ হোসেন চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে আটক করে এবং মহামান্য হাইকোট বিভাগের রিট মামলা নং-৩৮৫৫/১৩ এর আদেশ “বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে মোঃ নাজিরুল ইসলাম ওই রাতেই অর্থ দন্ডের টাকা পরিশোধ করার মাধ্যমে মুক্ত হন। সে উপজেলার উজানিকান্দি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।