কুমিল্লাওয়েব ডেস্ক :–
ঢাকার পাশাপাশি ভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। জনকল্যাণ ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে এ বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে অনির্ধারিত আলোচনা হয়।
ঢাকা বিভাগ ভেঙে ময়মনসিংহ বিভাগ করার নির্দেশনা দেয়ার পর চট্টগ্রাম বিভাগ ভেঙে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী নিয়ে “কুমিল্লা” একটি প্রশাসনিক বিভাগ গঠনের কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ ব্যাপারে নির্দেশনা দেন তিনি।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের জানান, ঢাকা বিভাগকে ভাগ করে বিশেষ করে বৃহত্তর ফরিদপুর অঞ্চল নিয়ে একটি এবং চট্টগ্রাম বিভাগকে ভাগ করে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে আরেকটি বিভাগ করা যায় কিনা সে ব্যাপারে প্রধানমন্ত্রী বৈঠকে নির্দেশনা দিয়েছেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় কমিটি (নিকার)।