আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) :–
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ রাফিউদ্দিন আহমেদ, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, সাবেক ছাত্রলীগ নেতা রায়হান আলী ভুইয়া, ঠিকাদার প্রতিনিধি গৌতম দেবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম জানায়,মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে ও স্থানীয় এলজিইডি বিভাগের তত্ত্বাবধায়নে উপজেলা পরিষদের পাশে ৩ তলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নিমার্ণে ব্যয় হবে প্রায় ১ কোটি ৮১ লাখ ৪৬ হাজার টাকা।