কুমিল্লা প্রতিনিধি:–
কুমিল্লায় নাশকতার প্রস্তুতিকালে বিভিন্ন সরঞ্জামাদিসহ ৪ শিবিরকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নগরীর দৌলতপুর ছায়াবিতান এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৩টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল নগরীর দৌলতপুর ছায়াবিতান এলাকার একটি মেসে অভিযান চালিয়ে ৪ শিবিরকর্মীকে আটক করে। আটককৃতরা হচ্ছে- জেলার বরুড়া উপজেলার সোনাইমুড়ি গ্রামের কাজিম উদ্দিন সোহেল (১৯), নাঙ্গলকোটের দরিয়ারা গ্রামের মাইন উদ্দিন (১৯), সদর দক্ষিণ উপজেলার কাছিয়া পুকুরিয়া গ্রামের শাহ জালাল তুহিন (১৯), নগরীর দক্ষিণ চর্থা এলাকার সৈকত জাহান (২০)। পুলিশ ওই মেস থেকে জর্দার খালি কৌটা, লাল স্কচটেপ, পাথরের ছোট ছোট টুকরা, পাইপের টুকরা, হকিষ্ট্রিক, শিবিরের রিপোর্ট বই ও চাঁদা আদায়ের রশিদ, কাদের মোল্লার ছবি সম্বলিত শাহাদৎ বার্ষিকী লেখা পোস্টার, লিফলেট, রাষ্ট্রের বিরুদ্ধে শিবিরের বিক্ষোভ সম্বলিত ব্যানার উদ্ধার করে। ডিবি’র ওসি একেএম মনজুর আলম জানান, আটককৃতরা হরতাল ও অবরোধ চলাকালে নাশকতা-ধ্বংসাত্মক কাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।