আলমগীর হোসেন,দাউদকান্দি :–
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এম.পি বলেছেন, আজ বাংলাদেশ সর্ব ক্ষেত্রে উন্নয়নের গোল্ড মডেল হিসেবে বিশ্ব স্বীকৃতি অর্জন করেছে । প্রতিবেশী দেশগুলোর চেয়ে উন্নয়ন সাফল্যে আমরা অনেক এগিয়ে, এ অবস্থান ধরে রাখতে হবে। তিনি বলেন একটি মহল আন্দোলনের নামে দেশকে মৃত্যুকূপে পরিচিতি করতে চাচ্ছে, এদের নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আজ রবিবার দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌরসভা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন এম.পি’র সহধর্মীনী মোসাঃ মাহমুদা ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া, স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন প্রধান, পৌর কাউন্সিলর আহম্মদ উল্ল্যাহ, মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ রকিব উদ্দিন, উপজেলা মহিলালীগ সভানেত্রী জেবুননেছা প্রমূখ।