চৌদ্দগ্রাম প্রতিনিধি:–
চৌদ্দগ্রামে চলমান টানা অবরোধ এবং হারতালের সমর্থনে একটি কাভ্যার্ডভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা। এসময় যাত্রীবাহী বাস, কাভ্যার্ডভ্যান, ট্রাক সহ আরো ১৪-১৫টি গাড়ি ভাংচুর করা হয়। ঘটনাটি ঘটে রবিবার সকাল ১১ ঘটিকার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার সংলগ্ন হায়দারপুল এলাকায়। তবে পুলিশ ঘটনাস্থলে আসলে অবরোধকারীরা পালিয়ে যায়। এতে চৌদ্দগ্রাম বাজার সহ আশেপাশের এলাকায় আতংক সৃষ্টি হয়। মূহুতেই মহাসড়কসহ আশে পাশের এলাকা জনমানুষশূন্য হয়ে পড়ে।