তিতাস প্রতিনিধি :–
তিতাসের গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের ইন্তেকালের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করায় অবশেষে বন্ধ করা হয় অনুষ্ঠানটি। গতকাল শনিবার এ ঘটনায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর আনন্দ মাটি হয়ে যায়।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের এমপি আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সামিহা ফেরদৌসী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম সোহেল শিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃ আব্দুল হান্নানসহ স্থানীয় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা ছিল। এদিকে কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন জানান, উক্ত অনুষ্ঠানটি আগামী ৩১ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।