মো. জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়নের মেম্বার ও জগতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম মেম্বার গত শুক্রবার ২৩ জানুয়ারী রাত ১২ টায় কুমিল্লা মুন হাসপাতালে চিকিৎসাধীনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি…………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি জগতপুর গ্রামের মৃত আঃ রহিমের ছেলে ছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্যক গুনগ্রাহি রেখে গেছেন। শনিবার বাদ আসর মরহুমের নিজ গ্রাম দঃ জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সাবেক এমপি অধ্যাপক মোঃ ইউনুস, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, সেক্রেটারী মোঃ কবির হোসেন, সাংগঠনিক মোঃ কামাল হোসেন, যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির বাবুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।