আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে অজ্ঞাত এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার বিকালে দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গা গ্রামের একটি ডোবায় লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে। থানার উপ-পরিদর্শক মোঃ সুমন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটন এবং নিহতের পরিচয়ের জন্য পুলিশ চেষ্ঠা চালাচ্ছে।