আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দিতে মাত্রাতিরিক্ত যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেখা গেছে। অতিরিক্ত যানবাহনের চাপে দুপুরের দিকে গৌরীপুরে প্রায় ২/৩ কিলোমিটার সড়কজুরে কিছু সময় যানজট সৃষ্টি হয়েছে। তবে সড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল সিমীত। যাত্রীদের ভীড়ও ছিল উপচে পড়া। যানবাহন চালকরা জানান, মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও নিরাপত্তা জোরদার করায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মহাসড়কের দাউদকান্দির বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জুবায়দুল আলম জানান, মহাসড়কে যানবাহন চলাচলে যে কোন বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে। এছাড়াও মহাসড়কে যেন নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে তার জন্য বিজিবি এবং দাউদকান্দি মডেল থানা পুলিশ রাত-দিন কাজ করে যাচ্ছেন।