আলমগীর হোসেন,দাউদকান্দি :–
কুমিল্লার তিতাসে দূর্বৃত্তের দেওয়া আগুনে ৮টি সিএনজি অটোরিক্সা পূড়ে ছাই হওয়ায় ৬টি পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। বুধবার দিবাগত রাত ২টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়গাও গ্রামের একটি গ্যারেজে আগুন দিলে প্রায় ৩৫ লাখ টাকার মূল্যের গাড়িগুলো পুড়ে যায়। পূর্বশত্রুতার জের ধরে এ অগ্নিসংযোগ করা হয় বলে মালিকগণ অভিযোগ করেন। গাড়ির মালিকগণ ধার-দেনা এবং ভিটেমাটি বিক্রয় করে গাড়িগুলো কিনেছিল বলে জানায়।