লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :–
দেশব্যাপী ছাত্রদল নেতাদের হত্যা, গুম, গ্রেফতার এবং শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের প্রতিবাদে এবং অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বুধবার লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা সরকারী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্র ধর্মঘট পালন করা হয়েছে।
ন.ফ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হাসান রনি, যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল সবুজ, মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে বিশাল একটি মিছিল কলাভবন হয়ে কলেজ গেইটে চত্বরে সমাবেশ করে।
মিছিল পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন- লাকসাম পৌরসভা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক রাজু, সিনিয়র সহ-সভাপতি হাসমত উল্লাহ আনন্দ, সাধারন সম্পাদক আলী হায়দার মামুন, যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম রনি, স্কুল ও পাঠাগার বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ সুমন, ন.ফ সরকারী কলেজ ছাত্রদল নেতা ইলিয়াছ মজুমদার, মাহফুজ, মহসিন, মাসুম, রাশেদ, মহিন, নাজমুল ও তারেক প্রমুখ।