শামসুজ্জামান ডলার :–
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাকসুদুল মাহমুদ (আকাশ) এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। মাহমুদের পিতা জাকির হোসেন মুন্সি এবং মাতা নাজমুন নাহার রীতা। মাহমুদ বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় এবং দেশের কল্যানে কাজ করতে চায়।