কুমিল্লা প্রতিনিধি :–
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অনির্দিষ্টকালের অবরোধে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জেলার বিভিন্ন স্থানে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইও-১) মাহবুবুর রহমান সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করে জানান, নাশকতা এড়াতে এদের আটক করা হয়েছে। এদের সবার নামে জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।