মো. আলা উদ্দিন, নাঙ্গলকোট :–
কুমিল্লার নাঙ্গলকোটে পুরোদমে শুরু হয়েছে বোরো আবাদের কাজ। উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা যায়, বীজতলা তৈরীর পর কৃষকরা এখন জমি তৈরীর কাজে ব্যস্ত। ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ আর কন্ কনে শীত উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা বোরো ক্ষেতে হাড়ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছে। অধিকাংশ কৃষক যুগের সঙ্গে তাল মিলিয়ে গরুর হালের পরিবর্তে পাওয়ার টিলার বা ট্রাকর দিয়ে জমি চাষ করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ১২ হাজার ৪শ ৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭শ হেক্টর জমিতে হাইব্রীড এবং ৮হাজার ৭শ ৮০ হেক্টর জমিতে বিভিন্ন উচ্চ ফলনশীল (উফ্শী) জাতের ধান আবাদ করা হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন জানান, ইউনিয়ন পর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তারা কৃষকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন। কৃষকরা পরার্মশ মোতাবেক কাজ করলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ উপজেলায় চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান উৎপাদন হবে।