আলমগীর হোসেন,দাউদকান্দি :–
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এম.পি বলেছেন, জনগণই ক্ষমতার মালিক, অথচ ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচী এখন জনগণের বিরুদ্ধে, তাদের কোন দাবী জনগনের পক্ষে নয়। তিনি আরো বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা, খুন, সন্ত্রাসী বন্ধ করুন। মানুষ হত্যা করে সন্ত্রাস নাশকতা চালিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। তিনি শনিবার বরকোটা স্কুল এন্ড কলেজের নব নির্মিত ভবন উদ্ধোধনকালে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ড. কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ড. আব্দুল মান্নান জয়, ইঞ্জি আব্দুস সবুর, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম সরকার, সাধারণ সম্পাদক এ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, আউয়াল মাস্টার, অধ্যাপক জসিম ও ইঞ্জিঃ আব্দুস ছালাম প্রমূখ।