মো. হাবিবুর রহমান :–
কুমিল্লার মুরাদনগরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সমস্যা ও প্রতিকার বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু। বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন, পিটিআই সহকারী সুপার হারুন অর রশীদ ভুইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এএনএম মাহবুবুল আলম, থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকার, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ও মনিরুল ইসলাম প্রমুখ। শিক্ষক নেতা আবু কাউছার ভুইয়ার উপস্থাপনায় অন্রান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপুল চন্দ্র ভট্ট, ইউআরসি ইনস্ট্রাক্টর রুহুল আমিন ও মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।