মো. আলা উদ্দিন, কুমিল্লা :–
কুমিল্লার নাঙ্গলকোটে হেসাখাল ইউপির উরুকচাইল (মাইন্নাপাড়া) গ্রামে গত শুক্রবার রাতে দাউদকান্দি থেকে আসা বালু ভর্তি একটি ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে যাওয়া ট্রাকের নম্বর চট্ট-মেট্রো ট- ১১-০৭৭৩। এ ঘটনায় ট্রাকের মালিক ঢাকা বিক্রমপুরের আবদুল কাইয়ুম বাদী হয়ে এজাহার দাখিল করলে নাঙ্গলকোট থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উরুকচাইল গ্রামের মজিবুল হকের ছেলে আতিকুর রহমান (২৫), একই গ্রামের খোরশেদ আলমের ছেলে শাখাওয়াত হোসেন (২২), নুরুল হক মোল্লার ছেলে বেল্লাল হোসেন (২২), দায়েমছাতি গ্রামের আবুল খায়েরের ছেলে হাফেজ শহিদ উল্লাহ প্রকাশ সোলাইমান (৩৮)। এ বিষয়ে আটককৃত সোলাইমানের পিতা আবুল খায়ের জানান, আমার ছেলে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। রাজনৈতিক প্রতিহিংসায় তাকে গ্রেফতার করা হয়েছে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।