অবরোধের মধ্যেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির-গৌরীপুরে যানজট

আলমগীর হোসেন,দাউদকান্দি :–

দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুরে প্রায় ৪/৫ কিলোমিটার সড়কজুরে যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় মহাসড়কের দাউদকান্দির বারপাড়া থেকে জিংলাতলী পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। সড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল সিমীত তবে পণ্যবাহী যানবাহনের সংখ্যা ছিল ব্যাপক। গৌরীপুরে যানজটে কিছু সময় আটকা পড়েন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর চেষ্ঠায় মন্ত্রী গৌরীপুর অতিক্রম করেন। যানবাহন চালকরা জানান, মহাসড়কে পুলিশি টহল ও নিরাপত্তা জোরদার করায় গাড়ি চালাতে সাহস পাচ্ছি। যানবাহনের পাশাপাশি যাত্রীদের ভীড় ছিল উপচে পড়া। মহাসড়কের দাউদকান্দির বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জুবায়দুল আলম জানান, মহাসড়কে যানবাহন চলাচলে যে কোন বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বচ্চ সর্তক অবস্থায় রয়েছে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply