কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লায় বিএনপিসহ ২০ দলের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল কামরুল হাসানের ওপর হামলার ঘটনায় এ মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারকে প্রধান আসামি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানায় বৃহস্পতিবার মধ্যরাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আদিল মাহমুদ মামলাটি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল আলম জানান, বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কামরুল হাসান দায়িত্ব পালনকালে বিএনপিসহ ২০ দলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালান। মামলায় ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অন্য ৫০ জন অজ্ঞাতপরিচয়।
তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।