মোঃ জাকির হোসেন :–
কুমিল্লার বুড়িচংয়ের দেবপুর ভাই ভাই মৎস্য খামারের একটি পুকুরে শুক্রবার ভোর রাতে বিষ দিয়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
মৎস্য খামারের মালিক মোঃ জসিম খান ও মোঃ গিয়াস উদ্দিন জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর গ্রামের ভাই ভাই মৎস্য খামারে ২ একরের একটি পুকুরে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছিল। গতকাল ১৬ জানুয়ারী শুক্রবার ভোর রাতে দুবৃর্ত্তরা ঐ পুকুর বিষ ফেলে যায়। এতে তেলাপিয়া, ঘাসকার্প, পাঙ্গাস ও বিভিন্ন প্রজাতির মাছসহ পুকুরের মধ্যে প্রায় ২৫ লক্ষাধিক টাকা ছিল। দুবৃর্ত্তদের বিষ দেয়ার ফলে পুকুরের সব মাছ মেরে পানির উপরে ভেসে উঠছে। পুকুরের মাছ মরে যাওয়া খামারের মালিকদের প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে বুড়িচং থানার একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#