সাধন সাহা জয়: নবীনগর প্রতিনিধি:–
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার তিতাস নদীর সংলগ্ন এক কোনে নবীনগর পৌর বাসষ্ঠ্যান্ডে নবীনগর কোম্পানিগঞ্জ মহা সড়কের দু’পাশে সওজের লাগানো মূল্যবান প্রায় ৮০/৯০টি বড় বড় রেন্ডি কড়ই সহ বিভিন্ন গাছ প্রায় ২৭ মাস আগে মরে গেছে। কিন্তু মরা এই গাছগুলো সরিয়ে নিতে সংশিষ্ঠ কারও কোন উদ্যোগ নেই।
ফলে ঝড়ের কবলে পড়ে যে কোন মুহুর্তে গাছগুলো ভেঙ্গে রাস্তায় পড়ে প্রাণহানিসহ বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে ।
সরজমিনে গিয়ে দেখা যায়, পৌর বাসস্ট্যান্ড ও নবীনগর কোম্পানিগঞ্জ মহা সড়কের দু’পাশে সড়ক ও জনপথ বিভাগের লাগানো প্রায় ৮০/৯০টি মূল্যবান গাছ থেকে এলাকার দরিদ্র মানুষেরা জা¡লানি হিসেবে ব্যাবহারের জন্য প্রায় প্রতিদিনই ওইসব মরা গাছের সবছাল সহ কিছু ডালা অংশ ও ভেঙ্গে নিচ্ছে। ফলে গাছগুলোর করুন দশা হয়ে পড়েছে।
এতে কাল বৈশাখি আসলে যে কোন সময় ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসি। অথচ সওজের স্থানিয় কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রতিদিন এই মহা সড়কে গাছগুলোর সামনে দিয়ে যাতায়াত করলেও ,গত ২৭ মাসের মধ্যে তাদের নজর এই গাছগুলোর দিকে একবারের জন্যও পড়ছে না।
এলাকার মানুষ মো: খাইরুল আমিন, পথচারী আজহার জামাল হোসেন সহ একাধিক লোক বলেন ,লক্ষ লক্ষ টাকা মূল্যের এতগুলো গাছ এতমাস ধইরা মইরা পইড়া আছে । কিন্তু এগুলো কেউ সড়াইয়া নিতাছে না। এইসব মরা গাছগুলো থাইক্যা এলাকার গরীব লোকেরা গাছের ছাল বাকল খুইল্যা নিয়ে যাওয়ার গাছগুলো এহন সবার জন্য আতংকা হইয়া পড়েছে ।
যে কোন সময় গাছগুলো ভাইঙ্গা পইড়া বিপদ ঘটাইতে পারে। সওজের ও প্রশাসনের উচিত যত তারাতারি সম্ভব এই মরাগাছ গুলো উটিয়ে নতুন গাছ লাগিয়ে পরিবেশ সুন্দর করার।