নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :–
কুমিল্লায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের ভিক্টোরিয়া কলেজ রোড়ে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এক ডিবি পুলিশ সদস্যসহ ও পাঁচজন আহত হন। সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের একটি হরতালবিরোধী মিছিল শহরের লিবার্টি চত্বর দিয়ে আসার পথে আওয়ামী লীগ ও বিএনপিকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কর্মীরা পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় উভয় পক্ষের মাঝে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় দলের মাঝখানে অবস্থান নিয়ে বিএনপিকর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে পুলিশ, র্যাব, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।