আলমগীর হোসেন,দাউদকান্দি :–
অস্ত্র তৈরীর সরঞ্জাময়াদী, বিপুল পরিমান জিহাদী বই এবং শিবিরের সদস্য সংগ্রহ ফরমসহ ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত শিবিরের নেতা কুমিল্লার চান্দিনা উপজেলার কৈকরই গ্রামের মনুরুজ্জামান মনু মিয়ার ছেলে মোঃ মহিউদ্দিন ওরফে আকাশ (২০)। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, আজ সোমবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইলিয়টগঞ্জের মোবারকপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর সরঞ্জাময়াদীসহ ছাত্র শিবিরের ১ নেতাকে গ্রেফতার করা হয়। পুলিশের ধারনা অবরোধে বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষে এ গুলো রাখা হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।