সাধন সাহা জয়: নবীনগর :–
নবীনগর বাঞ্ছারামপুর সড়কে ট্রাকসহ বেইলী ব্রিজ ভেঙ্গে খাদে পড়ে যাওয়ায় ব্রিজটি মেরামত এবং দূর্গত ট্রাকটি উদ্ধার তৎপরতা শুরু না হওয়ায় বাঞ্ছারামপুর-নবীনগর সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ সড়কে চলাচলকারী হাজারো যাত্রী। মানুষ বিকল্প হিসেবে বাশেঁর সাকা দিয়ে পাড়াপার হচ্ছেন।
বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টায় জীবনগঞ্জ বাজার বেইলী ব্রীজ ভেঙ্গে বালিবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট -১৬০১৮৮)খাদে পড়ে ১ জন গুরুত্বর আহত হয়েছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে বাঞ্ছারামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে শুক্রবার সকালে ঢাকায় প্রেরণ করে।
আহতের নাম ব্যাক্তি বাবু (২৫) ট্রাকের হেলপার। বেইলী ব্রীজটি ভেঙ্গে যাওয়ার ফলে বাঞ্ছারামপুর ও নবীনগরের সাথে যানচলাচল বন্ধ রয়েছে। এই রাস্তাটি এ অঞ্চলের জনগনের ঢাকায় দ্রুত যাতায়াতের একমাত্র মাধ্যম।
এ দূর্ঘটনায় বাঞ্ছারামপুর-নবীনগর সড়কে আন্ত জেলায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্রিজের দুই পাশে আটকা পড়েছে কয়েকশত যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী।
সরজমিনে, প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে রাস্তার ঠিকাদারি কাজের প্রায় ৮ টন ওজনের বালি নিয়ে ট্রাকটি জীবনগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। ৩০ মিটার দৈর্ঘ্য এ বেইলি ব্রিজটি আগে থেকেই ঝুঁকী পূর্ণ ছিলো, এ অবস্থায় অতিরিক্ত বোঝাইয়ের কারনে ব্রিজটি ভেঙ্গে পড়ে।
তবে ব্রিজটি মেরামত করতে প্রায় ১৫ দিন সময় লাগবে বলে জানান, পরিদর্শন কালে ব্রাহ্মণবাড়িয়া জেলা এক্সিকিউটিব ইঞ্জিনিয়ার শ্যামল ভট্টাচার্য্য ।