কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের ডাকা অবরোধে নাশকতা এড়াতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইও-১) মাহবুবুর রহমান জানান, কোতয়ালী থেকে তিন জন, চৌদ্দগ্রাম থেকে দু’জন, সদর দক্ষিণ ও বরুড়া থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে। তবে গ্রেফতারদের নাম জানা যায়নি বলে জানান তিনি।